যশোরের শার্শায় বিদেশী অস্ত্র,ম্যাগজিন ও গুলিসহ আটক এক
বেনাপোল : যশোরের শার্শা থানাধীন পল্লী থেকে মো: রুহুল কুদদুস (৫০) কে
বিদেশী ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটককৃত রুহুল কুদ্দুস শার্শা থানাধীন মহিষাকুড়া গ্রামের মৃত কাদের বক্সের ছেলে।
বুধবার (১৫ এপ্রিল) রাত ১১.৫০ টায় যশোর জেলার শার্শা থানাধীন মহিষাকুড়া-জামতলা পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কায়বা বিওপির বিজিবি টহল দল সুনির্দিষ্ট
গোপন সংবাদের ভিত্তিতে মহিষাকুড়া গ্রামে অভিযান চালায়। এর পর মহিষাকুড়া-জামতলা পাকা রাস্তার উপর থেকে রুহুল কুদ্দুসকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ০১টি ইউএসএ ৭.৬৫ মডেল এর অটোমেটিক বিদেশী পিস্তল এবং ০৩টি গুলিসহ ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
২৩ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আ: রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় সপর্দ করা হয়েছে।