বাগেরহাটে জাতির জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর ছবি বিকৃত করা ও অবমাননার অভিযোগ
এম এম মফিজুর রহমান- মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সীমান্তবর্তী চিতলমারী উপজেলাধীন বড়গুনী তৃপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের গায়ে অঙ্কিত জাতির জনক বঙ্গবন্ধু’র ছবি বিকৃত করাসহ অবমাননার অভিযোগ পাওয়া গেছে। গত ১১জুলাই সন্ধায় সন্ধিগ্ধ জেএমবি সংশ্লিষ্ট যুবক শারাফত হোসেন টিটোসহ চার যুবক ন্যাক্কার জনক ওই ঘটনা ঘটায়। উক্ত ঘটনায় বিচার দাবীতে চিতলমারী থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্তরে ক্ষুব্ধ জনগণের পক্ষে ওই বিদ্যালয় এলাকা (বড়বাড়ীয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড) আ’লীগ সভাপতি স্বাক্ষরিত অভিযোগ করা হয়েছে। ওয়ার্ড আ’লীগ সভাপতি মোঃ শাহাদত হোসেন স্বাক্ষরিত অভিযোগ ও এলাকাবাসী সুত্রে প্রকাশ-এলাকাবাসীর দাবীতে জনৈক ঠিকাদার ওই বিদ্যালয়ের গায়ে সামনের অংশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতিয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ছবি অঙ্কন করে দেন। ঘটনার দিন বিকেলে ওই বিদ্যালয় মাঠে বেশ কিছু যুবক বল খেলেন। খেলা শেষে ওই দিন সন্ধায় বড়গুনী গ্রামের সেকেন্দার শেখের ছেলে সন্ধিগদ্ধ জেএমবি সংশ্লিষ্ট যুবক শারাফত হোসেন ও তামিম শেখ, গাউস শেখের ছেলে সালিম শেখ ও মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের জনৈক আকবরের ছেলে আসিক শেখ অন্য দু’টি ছবির কোন ক্ষতি না করলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঝামা দিয়ে ঘসে বিকৃত করাসহ কাদা ও গোবর দিয়ে চরম অবমাননা করে। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে চরম ক্ষুব্ধ হওয়ায় ওই চার যুবক আতœগোপন করে। একপর্যায়ে উক্ত ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার রাতের অন্ধকারে কোন এক ব্যক্তির সহায়তায় ক্ষত-বিক্ষত ছবি পুনঃঅঙ্কণ করেন। পুণঃঅঙ্কণেও ছবি’র সকল ক্ষত স্থান পুর্ণ না হওয়াসহ অপরাধীদের কোনরূপ বিচার না করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। উক্ত ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।