বেনাপোলে বসত ভিটা উচ্ছেদ ও জবরদখলের চেষ্টার প্রতিবাদে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

benapole land pic01
শেখ নাাছির,বেনাপোল: যশোরের স্থলবন্দর বেনাপোলের দূর্গাপুর গ্রামের জনৈক নাজমুল হোসেন মুকুলের বিরুদ্ধে বসভিটা জবরদখল সহ উচ্ছেদের প্রতিবাদে শনিবার সকালে বেনাপোল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে এক অসহায় পরিবার। স্থীনীয় প্রভাবশালী মহল ও পুলিশের সহযোগিতায় বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্ঠা চালাচ্ছেন বলে অভিযোগ পরিবারের। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বস্তভিটার প্রকৃত মালিক আনোয়ার হোসেন খোকন। সাংবাদিক সম্মেলনে খোকনের বৃদ্ধ মা রিজিয়া খাতুন লিখিত অভিযোগ পত্রে বলেন,মুকুল তার ৫ শতক জমির ৮ লক্ষ টাকার বিনিময়ে এক ছেলে এক মেয়ের অংশ ক্রয় করেছে। পরবর্তীতে বাড়ির সীমানা বাড়াতে মুকুল বিভিন্নভাবে চাপ ও জীবন নাশের হুমকি প্রয়োগ করে আসছে। এ বিষয়টি আদালতে বিচারাধীন ও ১৪৪ধারা জারী থাকা সত্বেও মুকুল প্রায় বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে তার পরিবারের উপর হামলার চেষ্ঠা করেছে। অন্যত্র চলে যাওয়ার জন্য এবং জীবননাশের হুমকি দেয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে তাদের এবং পরিবারের লোকজনকে রক্ষা করার জন্য প্রশাসন সহ মানবধিকার সংগঠনের সহযোগীতা কামনা করা হয়। অব্যাহত চাপের মুখে তাদের পরিবারের এক সদস্য গত ২দিন আগে হার্ড এ্যাটাকে মারা গেছে বলে জানান ভুক্কভোগী পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *