ভোলাহাটে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পহেলা বৈশাখ পালিত

Photo-Relly6666

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে যথাযথ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে পহেলা বৈশাখ ১৪২২ বাংলা উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। এ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার ও উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের নেতৃত্বে কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৯টায় শোভাযাত্রা নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে বড়গাছী শিল্প গোষ্ঠির সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এসময় শোভাযাত্রার র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সদ্য যোগদানকৃত নতুন অফিসার ইনচার্জ মহসীন আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সহ:অধ্যাপক রাব্বুল হোসেন, দপ্তর সম্পাদক মতিউর রহমান তারা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা এম.এস. ডাঃ খুরসিদ আলম, আরডিও হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা ওয়ালিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নকিবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, এআরডিও সাধন কুমার রায়, সিএ আব্দুল ওয়াহাব ও শামিম রেজা, গোলাম রাব্বানী প্রমূখ।
পহেলা বৈশাখের পান্তা ভাত ও বিভিন্ন শানা-সালাতের একটি ষ্টলের আয়োজন করে উপজেলার খ্যাতনামা ফাইভ ষ্টার হোটেল। ষ্টলে উপজেলা প্রশাসনসহ এলাকার সকলের জন্য উন্মুক্ত ছিলো ৭০ থেকে ১’শ টাকা মূল্যের পান্তা ভাতের প্লেট। প্রতিবারের ন্যায় এবারো পহেলা বৈশাখ উদ্যাপন হলেও এবারের আয়োজনটি ভিন্ন প্রকৃতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *