সুনামগঞ্জ এর ছাতকে মাল্টা চাষে বিনামুল্যে সার বিতরণ

CHHATAK Malta
নাজমুল ইসলাম, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে মাল্টা চাষিদের মধ্যে বিনামুল্যে সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২মে’) উপজেলা পরিষদে ১ম পর্যায়ে বিভিন্ন ইউপির ৪০জন চাষিকে ‘লিমিজীপ’ সার ও প্রতি চাষিকে ৩শ’ টাকা করে সম্মানী দেয়া হয়। একর্মসূচি উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উল্লাহ খাঁন, কৃষি অফিসার কেএম বদরুল আলম, শাখাওয়াত হোসেন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুল হামিদসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলার বাউশা গ্রামের আব্দুল কাদির, ব্রাম্মনগাঁও গ্রামের মেরাজুন নেছা, রাতগাঁও গ্রামের সমরুজ আলী, গাংপার-নোয়াকোট গ্রামের মনিরুজ্জামানসহ ৪০জন চাষির মধ্যে ‘লিমি জীপ’ সার বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, রাজস্ব বাজেটের আওতায় মাল্টা প্রদর্শনীর জন্য এ সার বিতরণ করা হয়। আগামী ৭থেকে ১০দিনের মধ্যে মাল্টা ফলের চারা বিতরণ করা হবে। উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় চারা রোপনও ফলন বিষয়ে তদারকি করা করা হবে বলে জানান গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *