ভারতে ৩ বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ১৫ বাংলাদেশী নারী।

20170429_173016
ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরল ১৫ বাংলাদেশী নারী। বেনাপোল চেকপোষ্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হ¯তাšতর করেছে ভারতীয় পুলিশ।
শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ভারত সরকারের দেওযা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হ¯তাšতর করে ।
ফেরত আসা নারীরা হলো, পারভীন ১৯, বিউটি ২০, জেসমিন সর্দার ২১, রানি ১৯, সালমা ১৮, সুখি খানম ২০, নাজমা খাতুন ১৯, হাফিজা বেগম ১৮, নাসিমা ২০, নাজমা আক্তার ১৯, শাহনাজ বেগম ১৮, হাফিজা খাতুন ২০, মালেকা ২১, শিরিনা ১৯ ও শ্যামলী ২০। এদের বাড়ি যশোর, সাতক্ষীরা, চুয়াডাংগা, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের সীমান্তের অবৈধ পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে নবজীবন শেলটার হোম নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাস্ট্র মন্ত্রনালয়ের দেওযা বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরত আসেন । ইমিগ্রেশন পুলিশ তাদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান জানান, স্বরাস্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে ফেরত আসা নারীদের ঢাকা আহসানিয়া মিশন ড্যাম নামের একটি এনজিও তাদের নিজেদের হেফাজতে নিযছে অভিভাবকদের হাতে তুলে দিবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *