ছাতকে ৩দিনে ৯টি সাপ ধরলেন সর্পরাজ ইব্রাহিম

CHHATAK SAPPP
নাজমুল ইসলাম, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের বিভিন্ন গ্রামের ৩দিনে ৯টি বিষাক্ত সাপ ধরলেন সর্পরাজ ইবরাহিম আলী ও তার পুত্র মাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (২৭এপ্রিল) উপজেলার জাউয়া গ্রামের জয়রাল আবেদীনের বাড়ি থেকে ৫ফুট লম্বা একটি সূর্য্যমূখি, ৫ফুট লম্বা একটি গাছুয়া আলদও ৬ফুট লম্বা একটি ভিম আলদ ধরা হয়। বুধবার (২৬এপ্রিল) দোলারবাজার ইউপির লক্ষিপাশা গ্রামের হাফেজ হাবিবুর রহমানের ৩ফুট লম্বা বিষাক্ত দুধরাজও ৫ফুট লম্বা একটি বিষাক্ত মাছুয়া আলদ ধরেন। ২২এপ্রিল গোবিন্দনগর গ্রামের ডাক্তার সাব্বির আহমদের বাড়ি থেকে ৩ফুট লম্বা একটি সূর্য্যমূখী আলদ, ৪ফুট লম্বা নোগাই আলদও ৪ফুট লম্বা মাছুয়া আলদ নামের বিষাক্ত ৩টি সাপ ধরেন। ২৪মার্চ দোলারবাজার মঈনপুরস্থ জনতা কলেজে মাছুয়া আলদ নামের ৫ফুট লম্বা আরেকটি বিষাক্ত সাপ ধরেছেন সর্পরাজ ইবরাহিম। তার বাড়ি সুনামগঞ্জে হলেও এখন তিনি ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় (মোবাইল নম্বর ০১৭৪৭-৩১৫৮৮১) বসবাস করছেন বলে জানান গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *