হেফাজতের সাথে কওমী মাদ্রাসার কোন মিল নেই; শেরপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

1492962732_42(1)
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি: হেফাজতের সাথে কওমী মাদ্রাসার কোন মিল নেই বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ২্৩এপ্রিল রবিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতীর নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, কওমী মাদ্রাসার স্বীকৃতি অনেক পুরনো বিষয় ছিল। ওই মাদ্রাসায় লাখ লাখ ছাত্র শিক্ষা গ্রহণ করছে। ভবিষ্যতে ছাত্ররা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দ্বীনের কাজ করতে পারে সে জন্যই প্রধানমন্ত্রী তার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি প্রমূখ। পরে বিকেলে ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বিরোধী কমিউনিটি পুলিশ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী । মন্ত্রী এর আগে সকাল ১০ টায় নকলার সিনেমাহল মোড়ে ও ১১টায় শেরপুর শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *