বাগাতিপাড়ায় কলেজ পরিচালনা কমিটির সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

বাগাতিপাড়া প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার এক কলেজের পরিচালনা কমিটির সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।
সূত্রে জানা যায়, তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সদস্য উপজেলার তোকিনগর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আকতার হোসেন রুবেলের বিরুদ্ধে একই গ্রামের মোজাহার প্রামানিকের ছেলে স¤্রাট প্রামানিক বাদী হয়ে আমলী আদালত নং-৩, বাগাতিপাড়া, নাটোরে একটি মামলা দায়ের করেন। মোকদ্দমা নং ৪৪৭/৩২৩/৩০৭/৩২৬/৩৭৯/১১৪ দঃ বিঃ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ১২মার্চ দুপুর ১২টার দিকে আকতার হোসেন রুবেল বাদী স¤্রাটকে মারধার সহ প্রাণনাশের চেষ্টা করেন। অথচ মামলার আসামী ঘটনার  দিন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও অত্র কলেজের গভর্ণিং বডির সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে চলমান কলেজ পরিচালনা কমিটির সভায় বেলা ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মামলার আসামী আকতার হোসেন রুবেল বলেন, মামলার এজাহারে উলেল্লখকৃত সময় আমি কলেজ পরিচালনা কমিটির সভায় ছিলাম। আপনারা প্রয়োজনে কলেজ অধ্যক্ষ বা এমপি সাহেবের নিকট জানতে পারেন। আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীনভাবে ষড়যন্ত্রমূলক এ মিথ্যা মামলা করা হয়েছে।
তবে বাদী স¤্রাট প্রামানিক জানান, মামলা সংক্রান্ত অভিযোগ সত্য, এর মধ্যে কোনোরূপ মিথ্যা নেই। রুবেল নিজেই গ্রামের অনেক মানুষের উপস্থিতিতে আমার বাড়ীতে এসে মারধর করেছে। আহতের মাথায় সেলাই দেয়া আছে আপনারা প্রয়োজনে দেখে যান।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ মাজেদুর রহমান চাঁদ বলেন, ১২মার্চ সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত আকতার হোসেন রুবেল কলেজ পরিচালনা কমিটির সভায় ছিলেন। কাজেই তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ভিত্তিহীন বলেই আমার ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *