খুৃলনার বটিয়াঘাটায় সরকারি খাস আদায়ে বাধা ও চাঁদা দাবির প্রতিবাদে ইউপি সদস্য মিরাজের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
২৬/০৫/২০২৫ তারিখ ১২ টার সময় খুলনা বটিয়াঘাটা ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের নোয়াপাখিয়া গ্রামের বিল্লাল শেখ নিজস্ব কার্যালয় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন, লিখিত বক্তব্য তিনি বলেন, আমি ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার পক্ষে নোয়াপাখিয়া খালটি বাংলাদেশ সরকারের কাছ থেকে খাস আদায়, বাংলা ১৪৩২ সনের জন্য ইজারা গ্রহণ করি। আমি উক্ত খালে মাছ চাষ করে মাদ্রাসার উন্নতি লাভের চেষ্টা করি। দীর্ঘ ১০ বছর ধরে উক্ত খালটিতে মাছ চাষ করে মাদ্রাসার সকল খরচ করে আসছিলাম। কিন্তু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসর খুলনা জেলা আওয়ামী লীগের ত্রানওসমাজ কল্যান সম্পাদক রাহুলের একান্ত সহযোগী, ইউপি সদস্য মিরাজ তার বাহিনী নিয়ে আমার কাছ থেকে একমাস পূব ৩০ হাজার টাকার বাগদা ও গলদার পোনা নিয়ে যায়। আমাকে কোন অর্থ না দিয়ে হুমকি প্রদান করে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি উক্ত চাদার টাকা দিতে অস্বিকৃতি জানালে আমাকে বলে তুই আর এই ঘেরে আসবিনা আসলে তোর হাত পা ভেঙে দিব। আমি প্রাণ ভয়ে এখন গ্রাম ছাড়া হয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি থাকতে না পারার কারণে মাদ্রাসা টিও বন্ধ হয়ে গেছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় নিরুপায় হয়ে আমি আইনের আশ্রয় গ্রহণ করার জন্য, মিরাজুল সিরাজুল ও রাসিব গ্যাংদের বিরুদ্ধে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত বটিয়াঘাটাতে একটি মামলা দায়ের করি। যার নং সি আর ১৭২/২৫ এছাড়া একটি ৭ ধরা মামলাও করি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উক্ত সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রেহাই পাওয়ার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই।