খুলনার বটিয়াঘাটা ভূমি অফিসে রহস্যময় চুরি।

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
রবিবার ভূমি মেলা উদ্বোধনের প্রথম রাতেই বটিয়াঘাটা অফিস থেকে তালা ভেঙে ৪১,০০০/- টাকা চুরির ঘটনা ঘটেছে। ভূমি অফিস সূত্রে জানা যায়, চোর রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটায়। রাতে নৈশ প্রহরী থাকা সত্ত্বেও এ ধরণের চুরি জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। সূত্রটি জানায়, ভূমি অফিসের প্রধান সহকারি আজিজুর রহমানের অফিস কক্ষে আলমারির তালা ভেঙে নগদ ৪১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। তবে গুরুত্বপূর্ণ কোনো নথি বা কাগজপত্র খোয়া যায়নি। প্রধান সহকারি বলেন, বিভিন্ন স্থানে সরকারি জমি ইজারা দেয়া চলছে। রাজস্ব আদায়ের টাকা আলামারিতে রাখা ছিল সহকারি কমিশনার (ভূমি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরকম ঘটনা আগে কখনও ঘটেনি। এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। বিষয়টি তদন্তের জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলার পর তিনি পরিদর্শন করেন। বিভিন্ন জায়গায় স্থাপন করা সিসি ক্যামের খতিয়ে দেখছেন।

এ চুরি ঘটনার পূর্বে ২২/০৫/২০২৫ তারিখে উপজেলা জামে মসজিদ থেকে একটি ব্যাটারী চুরি হয়েছে। যে কারণে জনমনে প্রশ্ন অফিসে কয়েকটি ল্যাপটপ, ডেস্কটপ রয়েছে, অনেক দামি দামি জিনিসপত্র থাকা স্বত্বেও শুধু মাত্র ৪১ হাজার টাকা চুরি হওয়া বিষয়টা অনেকেই সন্দেহের চোখে দেখছে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন উপজেলা পরিষদ এলাকায় নৈশ প্রহরি রয়েছে। তাছাড়া আনসার সদস্যরাও থাকেন। এর মধ্য দিয়ে কিভাবে চুরি সংঘটিত হলো দেখা হচ্ছে। তবে ভূমি অফিস থেকে কোনো প্রকার অভিযোগ এখনও করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *