জামালপুরে মা-শিশুর মৃত্যু ঘটনায় তদন্ত কমিটি গঠন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।। জামালপুরের মেলান্দহে মা ও শিশুর মৃত্যুর ঘটনায়
চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, ২৪ মে দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম জালালপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী ভাবনা আক্তার (২১)কে প্রসব ব্যাথা নিয়ে মেলান্দহ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স নারগিছ আক্তারসহ আরো কয়েকজনে সাধারণ প্রসবের চেষ্টা করেন।

টানা ১ ঘন্টা চেষ্টার পর প্রসবে বিঘ্ন ঘটার এক পর্যায়ে মা ও নবজাতক মারা গেলে হইচই পড়ে যায়। মৃত্যুর খবরে স্বজনদের কান্নাকাটিতে বাতাস ভারি হয়ে ওঠে। স্বজনদের অভিযোগ,ডাক্তারের
অবহেলায় মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে মেলান্দহ হাসপাতালের আরএমও ডা. সাইফুন্নাহার সানি জানান-যতটুকু জেনেছি, রাগির বাড়িতেই ঘরোয়াভাবে ডেলিভারির চেষ্টায় ব্যার্থ হয়ে হাসপাতালে আনা হয়। ওই প্রসূতির সিজারের প্রয়োজন ছিল। স্বজনদের আপত্তির মুখে নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়।

এ ঘটনায় গাইনী বিশেষজ্ঞ ডা. সানজিদা তাবাসসুমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদনের উপর ফলাফল নির্ভর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *