খুলনার বটিয়াঘাটা ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপি’র সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মোঃ ইমরান শেখ, স্পেশাল ক্রসপন্ডেট, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় পক্ষপাত মুলক বিএনপির ভোটার তালিকা নিয়ে উক্ত এলাকার নেতা কর্মীরা গভীর উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করে ভোটার তালিকা বাতিলের জন্য সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির পক্ষপাত মুলক ভোটার তালিকা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে গতকাল রবিবার বিকেল ৪ টায় ভান্ডারকোট ইউপি পরিষদে। অনুষ্ঠিত আয়োজন করেছে ভান্ডারকোর্ট ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব কবীর গোলদার, তিনি বলেন, বি.এন.পি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল একটি পরিবার, এক ও অভিন্ন। কিন্তু একটি পক্ষ তাদের ব্যাক্তি স্বার্থে হাছিল করার জন্য ইউনিয়ন বি.এন.পির কমিটিতে ৪০ বছর যাবৎ সভাপতি, আহবায়ক থাকার পরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা চিরস্থায়ী করার জন্য থানা বি.এন.পির বিশেষ ব্যক্তির ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় ইউনিয়ন বি.এন.পির সম্মেলন প্রস্তুতি কমিটি হতে শুরু করে ৯ টি ওয়ার্ড ভোটার তালিকা পক্ষপাত মূলক ও আওয়ামী সদস্যদের দিয়ে আত্মীয়স্বজন দ্বারা ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটি গঠনের আগে ও পরে আমরা বিভিন্ন প্রকার অনিয়মের অভিযোগ করে আসছি। আমরা মনে করি, ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এখন দেখি দলের চেয়ে ব্যাক্তি বড়।
ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির যে অনিয়ম, পক্ষপাত মূলক ও আত্মীয়করণ করা হয়েছে। সম্মেলন প্রস্তুত কমিটির যাহাকে সদস্য সচিব করা হয়েছে তাহার আওয়ামীলীগ এর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সাহেবের আফিসে গিয়ে স্বাক্ষাত ও ছবি আছে। ২০২৪ সালে বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভোট বর্জন নির্দেশ অমান্য করে বর্তমান সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব কবির আকুঞ্জি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোতাহের হোসেন শিমুর পক্ষে ভোট প্রচার প্রচারনায় অংশ গ্রহণ করেন। যাহা দলের নীতি আদর্শের পরিপন্থী। এমনকি দলের সিদ্ধান্ত অমান্য করে কবির আকুঞ্জি ৩নং ওয়ার্ডরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেই সদস্য পদে অংশ গ্রহণ করে। ১৬ বছর আন্দোলন, সংগ্রামে থাকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ইউনিয়ন বি.এন.পি সাবেক যুগ্ম আহবায়ক ৫ই আগস্ট সরকার পতনের আগে বি.এন.পি সদস্য সচিব এমনকি ২০১৮ সালে সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক মামলায় জেলখাটা একমাত্র আসামি হুমায়ন কবির গোলদারকে সম্মেলন প্রস্তুত কমিটি হতে সম্পূর্ন ভাবে বাদ দেওয়া হয়েছে। পরবর্তিতে নেতা কর্মিদের দাবির মুখে সদস্য করে কমিটি সংযুক্ত করা হয়। বি.এন.পির অফিস ভাঙ্গা মামলার জেলখাটা ৪৭ নাম্বার আসামী মোঃ আনিছুর মোল্যাকে এই ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির ১১নং সদস্য করা হয়েছে।
সম্মেলন প্রস্তুত কমিটির অনিয়মের ধারাবাহিকতায় ৯টি ওয়ার্ড বি.এন.পি ১৬ বছর আন্দোলন সংগ্রামে থাকা ত্যাগি পরিক্ষিত নেতা কর্মীদের বাদ দিয়ে একপক্ষ হতে আওয়ামীলীগের সদস্যদের দিয়ে আত্মীয় স্বজন দ্বারা ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। ইউনিয়ন বি.এন.পির সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করতে না পারে।আমরা দলের নেতাকর্মীদের উপস্থিতে ও উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট আবেদন দলের বৃহৎ স্বার্থে এই আনিয়ম তান্ত্রিক সম্মেলন প্রস্তুত কমিটি বাতিল ও ৯টি ওয়ার্ডের পক্ষপাত মূলক ভোটার তালিকা বাতিল করে ত্যাগি নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আহব্বান জানাচ্ছি।এসময় উপস্থিত ছিলেন, রকিবুল কবির রকিব,সাবেক সদস্য খুলনা জেলা বিএনপি,,ইমরান বিশ্বাস, সেলিম ইমরান, ইমরান বিশ্বাস, আলামিন শেখ শরিফুল শেখ,রুকু ফকির,খানজাহান মুন্সী,এনামুল শেখ,মুরছালিন শেখ,শাহাবুদ্দিন ফকির,আশিকুর রহমান,এনজামুল শেখ সহ শত শত বিএনপি নেতা কর্মী।