আদমদীঘিতে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
আদমদীঘি প্রতিনিধি :
জনবান্ধব ভুমি সেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দিতে বগুড়ার আদমদীঘিতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভুমি মেলার আয়োজন করা হয়েছে। রোববার সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। এরপর বেলা ১১ টায় সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা হল রুমে সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার সভাপতিত্বে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন উপজেলা সাব রেজিস্ট্রার মুদাচ্ছির হাসান, উপজেলা ভূমি অফিসের কানুনগো সুনিল চন্দ্র সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল হোসেন, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, শিক্ষার্থী যুথি ও আনান প্রমূখ।