মতলব উত্তরে দাদার গাছের তালের আটি পাড়াকে কেন্দ্র করে ভাতিজাকে কুপিয়ে জখম

মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দাদার লাগানো তাল গাছ থেকে তালের আটি পাড়াকে কেন্দ্র করে আপন চাচাদের হাতে সিফাত মাঝি নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। হামলার শিকার কিশোর বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় সিফাতের মা মোসা. শিরিনা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর এলাকার নজরুল মাঝির ছেলে সিফাত মাঝি (১৬) গত ২৫ মে পারিবারিক জমিতে থাকা তার দাদার রোপণকৃত তাল গাছ থেকে একটি তালের আটি পাড়ে। এ ঘটনা জানার পর তার দুই চাচা—নুর আলম (৪০) ও শাহআলম (৪৫)—তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পরে রাত ৯টার দিকে সিফাত নামাজ শেষে বাড়ি ফেরার পথে কলেজ গেটের সামনে পথরোধ করে দুই চাচা প্রথমে গালমন্দ এবং পরে কিল-ঘুষি মেরে মারধর করেন। এক পর্যায়ে নুর আলম দা দিয়ে মাথায় কোপ দেন এবং শাহআলম টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে সিফাত মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার সময় বিবাদীরা হুমকি দেন, এ ঘটনায় মামলা করলে সিফাতকে হত্যা করে লাশ গুম করে ফেলবেন।
সিফাতের মা মোসা. শিরিনা বেগম বলেন, আমার স্বামী বিদেশে থাকেন। সংসারের সব দায়িত্ব আমি আর আমার ছেলে সিফাত মিলে চালাই। আমার শ্বশুরের রোপণ করা তাল গাছ থেকে একটি তালের আটি পাড়াকে কেন্দ্র করে আমার আপন দেবররা যেভাবে আমার ছেলের ওপর নৃশংস হামলা চালিয়েছে, তা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এখনো চোখের সামনে ছেলের রক্তাক্ত মুখ ভেসে ওঠে। নুরে আলম শুনেছি আজ বা কাল দেশের বাইরে চলে যাবে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, যাতে সে পালিয়ে যেতে না পারে এবং তার উপযুক্ত শাস্তি হয়। আমি চাই, আমার ছেলের ওপর যারা হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে অন্য কেউ এমন জঘন্য কাজ করতে সাহস না পায়।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধ থেকে সংঘটিত বলে মনে হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *