খুলনা বটিয়াঘাটা ব্যক্তি মালিকানাধিন জমি সীমান পিলার দেয়ার সময় বাধা দিয়েছে জে এম আই ইন্ডস্ট্রিয়াল গ্যাস কম্পানির কর্মচারীরা

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় মালিকানাধীন সম্পত্তিতে সীমানা পিলার দেয়ার সময় জে এম আই ইন্ডস্ট্রিয়াল গ্যাস কম্পনির কর্মচারীদের বাধা, অবৈধ ভাবে দখলে রাখার চেষ্টা, ব্যক্তি মালিকানা ও ভিপি সম্পত্তি। অবৈধ ফ্যাসিষ্ট সরকারের স্ব-রাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এর ঘনিষ্ঠ বন্ধু জে এম আই কম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ক্ষমতার দাপট দেখিয়ে তাদের ক্রয়কৃত সম্পত্তির পাসে থাকা ভিপি সম্পত্তি ও বাক্তি মালিকানাধীন সম্পত্তি অবৈধ ভাবে দখল করে রাখে।
তবে, ভিপি সম্পত্তি খুলনা জেলা প্রশাসকের নিকট থেকে বাংলা ১৪৩০ সাল পর্যন্ত লীজ নেয়। জে এম আই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কোম্পানী লীজ কৃত ভিপি সম্পত্তির শ্রেনী পরিবর্তন করায় তাদের ১৪৩১ ও ১৪৩২ সালের লীজ নবায়ন করা হয়নি। ফলে ভিপি সম্পত্তি থেকে স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয় বটিয়াঘাটা সহকারী কমিশনার ভূমি।এবিষয় একাধিক নির্বাহী আদেশ থাকলেও প্রশাসনকে তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। গত ২১/০৫/২৫ ইংরেজি তারিখ বটিয়াঘাটা থানার কিসমত ফুলতলা মৌজায় এস এ ১৯ নং খতিয়ানে ১৫২, ১৫৩ দাগে এবং বি আর এস ২৫৫ খতিয়ানে ১২৫৪ দাগের সম্পত্তি প্রকৃত মালিকরা চাষাবাদ করে এবং সেখানে সিমানা পিলার পুততে গেলে বাধা দেয় জে এম আই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কম্পানির কর্মচারীরা।এসময় জমির মালিক ও জে এম আই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কম্পানির কর্মচারীদের মধ্যে কিছু সময় বাক বিতন্ড হয়।এসময়ে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা তান্নিকে বিষয়টি জানালে, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জমির কার্যক্রম সাময়িক স্থগিত রাখেন। বি আর এস ২৫৫ খতিয়ানের ১২৫৪ দাগের ১ একর ৩৬ শতক সম্পত্তির মালিক রবিউল ইসলাম গংদের বলেন,”আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই দাগের ভিপি সম্পত্তি ও মালিকানা সম্পত্তির সিমান নির্ধারণ করব।তার পর যার জমিতে সে কাজ করবে।” বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার ভুমি শরিফ শাওন বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে বসাবসি হয়েছে,বি আর এস ১২৫৪ দাগের মোট ৩ একর ৪০ শতক জমির মধ্যে ২ একর ০৪ শতক সম্পত্তি ভিপি এবং ১ একর ৩৬ শতক সম্পত্তি ব্যাক্তি মালিকানা।ভিপি ও ব্যাক্তি মালিকানা সম্পত্তির মধ্যে যে বিরোধ তা অল্পদিনের মধ্যেই নিষ্পত্তি করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *