খুবি উপাচার্যের সাথে দুদক কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। আজ ২৪ মে (শনিবার) সকালে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে তাঁরা শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং দুর্নীতিবিরোধী মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেন। দুদক কমিশনার বলেন, শিক্ষাঙ্গন থেকেই সৎ, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন নাগরিক গড়ে তুলতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এ সময় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম দুদক কমিশনারকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেন। তিনি কমিশনারকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক ও দুদক কমিশনারের সহধর্মিণীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *