চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপি সদস্যকে হাতুড়ি পেটা

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
শৈলকুপায় চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপি সদস্যকে হাতুড়িপেটা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের ওপর হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শালিশের নামে চাঁদাবাজির প্রতিবাদ করে গণমাধ্যমে বক্তব্য দেয়ায় একদল সন্ত্রাসী তাকে ঘিরে ধরে হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিতে চাইলে সন্ত্রাসীরা বাধা দেয় বলেও অভিযোগ করেছেন স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোবিন্দপুর গ্রামের মাঠে স্থাপিত একটি সোলার প্যানেল কে বা কারা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। ঘটনার সময় কাউকে দেখা না গেলেও স্থানীয় মাতব্বররা শালিশ করে নিরীহ কৃষক আরিফ মণ্ডলকে দায়ী করে এবং কোনো লিখিত অভিযোগ ছাড়াই তাকে ও তার পরিবারকে দোষী সাব্যস্ত করে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেন।

এই একতরফা ও অনিয়মিত বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেন প্যানেল চেয়ারম্যান খেলাফত বিশ্বাস এবং বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন। এরপরই তার ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তার পরিবার।

তারা আরও জানান, হামলার পেছনে রয়েছে চাঁদাবাজ চক্রের প্রধান অভিযুক্ত উসমান মণ্ডল ও তার সহযোগীরা। এর আগে গত শুক্রবারও তারা কৃষক আরিফ মণ্ডল, তার ভাই এবং বৃদ্ধ বাবাকে হাতুড়ি দিয়ে পেটায়।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের ওপর হামলার বিষয়টি শুনেছি। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *