সাপাহারে মৌসুমে যানজট কমাতে প্রশাসনের বিশেষ নির্দেশনা

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আম মৌসুমে দীর্ঘ কয়েক বছরের যানজট কমাতে উপজেলা প্রশাসন কর্তৃক সর্বসাধারণের জন্য কড়া সতর্কব্যতা ও বিশেষ নির্দেশনা জারি করেছে।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ মে থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাপাহার জিরো পয়েন্ট এলাকায় কোনো ধরনের যাত্রী ওঠানামা বা যানবাহন পার্কিং করা যাবে না। যানজট নিরসনে বিভিন্ন এলাকার যাত্রীদের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, নওগাঁ, পত্নীতলা ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত যানবাহন গোডাউনপাড়া মোড়, পোরশাগামী যাত্রী সাধারণগণ জয়পুর ফিলিং স্টেশন মোড় ব্যবহার করবে।

তিলনা গামী যাত্রীরা পশু হাসপাতাল অফিসের সামনে ওঠানামা করবেন। খঞ্জনপুর ও জবই থেকে আগত যানবাহনের জন্য নির্ধারিত স্থান পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এবং আগ্রাদ্বিগুন গামী যানবাহন মহিলা কলেজ রাস্তার সম্মুখে পার্কিং ও যাত্রী ওঠানামা করবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮টি গুরুত্বপূর্ণ পয়েন্ট যানজটমুক্ত রাধার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনবল নিয়োগ করা হবে। ইউএনও’র এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রাহণ করা হবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও আমচাষিরা বলেন, প্রতিবছর আম মৌসুমে যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় এবার দুর্ভোগ পোহাতে হবেনা।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ জানান, প্রশাসন সকলের সহযোগিতা কামনা করেছে যাতে আম মৌসুমে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ বজায় রাখা যায়। প্রশাসন সর্বদা সতর্কতা থাকবে বলেও ইউএনও সেলিম আহমেদ জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *