অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ কেএমপি
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে করণীয় নির্ধারণে আজ ২২ মে ২০২৫ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় কেএমপি সদর দপ্তরে অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অপরাধ দমনে ইতোমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে সফলতা এবং ব্যর্থতা চিহ্নিত করে ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মহানগরীকে একটি নিরাপদ শহরে পরিণত করার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা তুলে ধরেন। ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে সাইবার পেট্রোলিং জোরদারে গুরুত্বারোপ করেন। তথ্য-প্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। নগরীতে এলাকাভিত্তিক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অপরাধীদের ডাটাবেইস তৈরি ও হালনাগাদ করা, জনগণের সাথে যোগাযোগ ও আন্তঃসম্পর্ক বৃদ্ধি করা, পুলিশ-জনগণ পার্টনারশিপ সভা আয়োজন করা, সহিংসতা বিরোধী সচেতনতা কর্মসূচি পালন, বিভিন্ন থানায় কিশোর অপরাধ মনিটরিং ডাটাবেইস সংরক্ষণ এবং মাদকবিরোধী সপ্তাহ ঘোষণা করে প্রচারণা চালানো ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন করার জন্য সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সকলের সমন্বিত প্রয়াসের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা মহানগরকে একটি নিরাপদ শহরে পরিণত করা সম্ভব হবে।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান-সহ ডেপুটি পুলিশ কমিশনার, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাগণ এবং অফিসার ইনচার্জবৃন্দ।