রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর প্রয়োজন

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের বর্তমান অস্থির পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন ও রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। তিনি আরও বলেন, দেশে এখন সার্বিকভাবে একটি অরাজক অবস্থা বিরাজ করছে, যা সময়ের সঙ্গে আরও অবনতি ঘটছে। গতকাল বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা কার্যত ভেঙে পড়েছে। এখন পর্যন্ত কেবল সেনাবাহিনীই দায়িত্বশীলভাবে দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে।

জেনারেল ওয়াকার বলেন, ‘৫ আগস্টের পর থেকে টানা দায়িত্ব পালনের পরও কিছু মহল সেনাবাহিনী ও সেনাপ্রধানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করছে, যা হতাশাজনক। তিনি অভিযোগ করেন, দেশি-বিদেশি কিছু স্বার্থান্বেষী মহল অস্থিরতা বাড়িয়ে নিজের স্বার্থ হাসিল করতে চাইছে।’ তিনি বলেন, ‘মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে বর্তমান সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল একটি নির্বাচিত সরকার।’

সেনাপ্রধান উল্লেখ করেন, সেনাবাহিনী কখনোই দেশ ও জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজে অংশ নেবে না এবং কাউকেই এমন কিছু করতে দেবে না। জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কেও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই প্রতিবেদনে সেনাবাহিনীর মতামত নেওয়া হয়নি। এমনকি জাতিসংঘ যোগাযোগ করতে চাইলেও সরকার সে সুযোগ দেয়নি। তিনি আরও বলেন, গার্মেন্টসহ একের পর এক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

জেনারেল ওয়াকার বলেন, ‘আমি দীর্ঘ ৯ মাস ধরে অভিভাবকহীন অবস্থায় আছি। আমি চাই একটি নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব নিক। সেই সরকারই আমাদের অভিভাবকের ভূমিকা পালন করবে।’ তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচনের সময় সেনাবাহিনীকে নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বক্তব্যের শেষদিকে তিনি সেনাসদস্যদের উদ্দেশে বলেন, ‘দায়িত্ব পালনে সর্বোচ্চ কর্তব্যপরায়ণতা বজায় রাখতে হবে, যেন মজলুমদের চোখে অশ্রু না আসে। ঐক্য, আনুগত্য ও দেশপ্রেমের আদর্শ ধরে রাখতে হবে- যাতে কোনো মহল সেনাবাহিনী বা দেশের ক্ষতি করতে না পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *