খুলনার বটিয়াঘাটায় হত্যার উদ্দেশ্যে দু’জনকে হাতুড়ি পিটা তৎপর হাত-পা বাধা অবস্থায় উদ্ধার
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের ঝিনাইখালি গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের ছেলে ভ্যান চালক আলামিন শেখ(৪০) ও দিন মজুর নজরুল মল্লিকে গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে জোরপূর্বক বাড়ি তে ধরে এনে হত্যার উদ্দেশ্যে দুজনকে হাতুড়ি পিটা করে হাত পা বাধা অবস্থায় পাড়ির পুলিশ উদ্ধার করে। তাদেরকে ০৪/০৫/২০২৫ তারিখে বটিয়াঘাটা সাস্থ্যকমপ্লক্সে চিকিৎসার জন্য পাঠয়।
জানা যায় আলামিন শেখ (৪০) ভ্যান চালক ০৪/০৫/২৫ তারিখ রাত আনুমানিক বারোটার সময় ঝিনাইখালি স্টান্ড থেকে মহিলা মেম্বর ছেলে জগো তার আত্মীয় নিয়ে আসে, তাদের বাড়ির সামনের আলামিন নামিয়ে দিয়ে বাড়ি চলে যায়। সকালে শোনা যায় গরু চুরি হয়েছে। চুরির ঘটনা শুনে সেখানে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, ১০ দিন পর আলামিন শেখ ও নজরুল মল্লিককের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ না দিয়ে ওবায়দুল(৩২), পিতা রিয়াজউদ্দিন শেখ সহ তার আরও সহযোগীরা হলেন রহমান শেষ (১৮), পিতা-শরিফ শেখ ,লিন্টু মল্লিক (৪২) পিতা-রিয়াজ শেখ, শরিফ শেখ(৪০), পিতা-মোঃ আবু হাছান শেখ, তামিম শেখ(৩২), পিতা-মইন উদ্দিন শেখ, নাজমুল শেখ,(২২), পিতা-বিল্লাল শেখ, হাফিজুর রহমান শেখ, রেজাউল শেখ(৬০), পিতা- আমির আলী, সহেব আলী (৪২), কবির শেখ (৪২) ইমরান মীর, মোস্তফা সহ আরো অনেকে ভ্যানচালক আলামিন শেখ ও নজরুল শেখ কে বাড়ি থেকে ধরে এনে হত্যার উদ্দেশ্যে হাতুরি পিটা করে।এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। আল-আমিন শেখ ও নজরুল শেখ বলেন আমরা সুস্থ হওয়ার পরেই থানায় অভিযোগ করবো।