শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন আজিজুর রহমান আকাশ (৩৮) ও এফিলিস হাগিদক (৫২)। ২০ মে মঙলবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী দরবেশতলা ও গজনীতে এসব ঘটনা ঘটে।

আকাশ উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। হাগিদক গজনী এলাকার সহেন সিমসাংয়ের ছেলে। তিনি পেশায় ছিলেন সিএনজি চালক। হাতির আক্রমণে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারি রেঞ্জার মো. আব্দুল করিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙলবার রাত ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী দরবেশতলা এলাকায় ২০-৩০টি বন্য হাতি দলবেঁধে লোকালয়ে নেমে আসে। ওইসময় এলাকার মানুষ জানমাল রক্ষায় হাতি তাড়াতে লাঠিসোটা নিয়ে ধাওয়া করেন। তখন আকাশ হাতির খুব কাছাকাছি চলে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে লোকজনের ধাওয়া খেয়ে হাতির দলটি পিছু হটে। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাত সাড়ে ১০টার দিকে সিএনজি চালক হাগিদক স্থানীয় আরও ৩ জনকে নিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি গজনী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা বন্য হাতির দল তাদের সামনে পড়ে। ওইসময় সাথের ৩ জন্য দৌঁড়ে পালাতে পারলেও হাগিদক পালাতে পারেননি। পরে হাতির দল থেকে একটি হাতি হাগিদককে শুড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে। এদিকে দেড় ঘন্টার ব্যবধানে হাতির আক্রমণে ২ জনের মৃত্যুর ঘটনায় আতংক বিরাজ করছে পুরো পাহাড়ি এলাকাজুড়ে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন জানান মঙলবার রাতে দরবেশতলা ও গজনী এলাকায় বন্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে। এব্যাপারে ঝিনাইগাতী থানায় ২টি অপমৃত্যু্ মামলা হয়েছে।

বনবিভাগ রাংটিয়া রেঞ্জের সহকারি রেঞ্জার মো. আব্দুল করিম জানান হাতির আক্রমণে মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে আর্থিক সহায়তা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *