মতলব দক্ষিণে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে হত্যার চেষ্টা

মোঃ খোরশেদ আলম: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে মঃ ইকবাল হোসেন প্রধান (৩৭) নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

১৯ মে রাত পোনে ৮ টায় উপজেলার নবকলস (ওয়াপদা) এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইকবাল হোসেন প্রধান ঢাকিরগাঁও গ্রামের মরহুম হারুন অর রশীদ প্রধানীয়ার ছেলে এবং মতলব পৌর ৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।

এ ঘটনায় তার ভাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৬ নং ওয়ার্ড৷ বিএনপির সভাপতি জাকির হোসেন প্রধান বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফাহিম রহমান জয় নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে ঢাকিরগাঁও গ্রামের জুলফিকার আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, সোমবার রাত পৌনে ৮ টায় নবকলস ( ওয়াপদা) দোকানের নিকট থেকে বাড়ী যাওয়ার পথে কতিপয় যুবক ইকবাল হোসেন প্রধানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে রাস্তায় লুটিয়ে পড়ে যায়।তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইকবাল হোসেন প্রধানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

এ দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ফাহিম রহমান জয় (২৪) নামে একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে দেন।

স্থানীয় ভাঙ্গারী ব্যবসায়ী আবু সাইদ বলেন,নবকলস গ্রামের লোকমান হোসেনের ছেলে এমরান হোসেন ও তার সহযোগী ৫ থেকে ৭ জন সঙ্ঘবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গত পাঁচ দিন পূর্বে ওয়াপদা কলোনি এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় তার উপরও হামলা করে তারা।এ ঘটনার পর থেকে মাদক ব্যবসায়ীরা এলাকায় দফায় দফায় মারপিট করে। ইকবাল হোসেন প্রধানও মাদকের বিরুদ্ধে একজন প্রতিবাদী ছিলেন।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আহত ইকবাল হোসেন প্রধানের বড় ভাই জাকির হোসেন প্রধান বলেন,হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইকবাল কখনো কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়নি। ভাঙ্গারী ব্যবসায়ী আবু সাইদের সাথে ইকবালের ভাল সম্পর্ক তাই পূর্ব পরিকল্পিতভাবে মাদক ব্যবসায়ীরা তাকে হত্যার উদ্দেশ্য হামলা করেছে।

নাম প্রকাশ না করা শর্তে ৫/৭ জন ব্যক্তি বলেন, ওয়াপদা কলোনিটিতে মানুষজন না থাকায় মাদক বেচা কেনার নিরাপদ আস্তানা হিসেবে (দিনরাত ২৪ ঘন্টা) দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে মাদক কারবারিরা। কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে একাধিকবার মারামারির ঘটনা ঘটে।

এ ব্যাপারে আটক ফাহিম রহমান জয়ের মা (স্কুল শিক্ষক) বলেন, তার ছেলে ষড়যন্ত্রের শিকার।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ বলেন, এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ /২৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। আটককৃত ফাহিম রহমান জয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *