বাগেরহাটে এসি ল্যান্ড অফিসে চোরের হানা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের রামপাল থানা থেকে মাত্র ৩০০ গজ দূরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে চোরের হানা দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আফতাব আহমেদ জানান, সোমবার (১৯ মে) দিনগত রাতের কোনো এক সময়ে চোরেরা অফিসের পূর্ব পাশের বাউন্ডারি ওয়াল টপকে বাগানে প্রবেশ করে। পরে উত্তর পাশের বারান্দার গ্রীল ভেঙে ভেতরে ঢুকে দুটি দরজা ভেঙে অফিসের রুমে প্রবেশ করে এবং আলমারি ভাঙার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

মঙ্গলবার (২০ মে) সকালে অফিসে এসে ঘটনাটি প্রথম নজরে আসে। কর্মকর্তারা জানান, চোরেরা কোনো কাগজপত্র বা দলিল চুরি করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, তারা গুরুত্বপূর্ণ কোনো নথি চুরি করতেই সেখানে হানা দিয়েছিল। চোরেরা পূর্ব পাশের সিসিটিভি ক্যামেরা কৌশলে ঘুরিয়ে দেয় এবং সামনে দিয়ে প্রবেশ না করায় ফুটেজে কিছু ধরা পড়েনি।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, “আমি জেলা প্রশাসক মহোদয়সহ সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছি। রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।”

এ ঘটনায় সরকারি-বেসরকারি অফিস এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলেছেন, “যদি থানার একেবারে নিকটে এ ধরনের ঘটনা ঘটতে পারে, তাহলে অন্য অফিস বা ব্যবসাপ্রতিষ্ঠান কতটা নিরাপদ?”

সচেতনমহল দাবি করেছে, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *