বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় পুলিশ কমিশনারঃ কেএমপি
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [20 MAY 2025]
আজ ২০ মে বিশ্ব পরিমাপ দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য “সর্বকালেই পরিমাপ সকলের জন্য”। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), খুলনার আয়োজনে আজ ২০ মে ২০২৫ তারিখ বেলা ১১ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা জনাব মোঃ হুসাইন শওকত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা বিএসটিআই এর উপ-পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী জনাব রহিমা তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং পণ্য ও সেবার মান বজায় রাখতে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব অপরিসীম। পণ্যের ওজন ও পরিমাপের বিষয়টি ব্যবসায়ীদের মানসিকতার উপরে নির্ভর করে। তিনি ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনার আহবান জানান। বিএসটিআই অনুমোদিত যে সকল পণ্য রয়েছে সেগুলোর মান নিয়ন্ত্রণে কঠোরতা অবলম্বনের কথা তুলে ধরেন। বিএসটিআইয়ের যেকোনো আভিযানিক কার্যক্রমে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিতান কুমার মন্ডল, খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক জনাব এম নাজমুল আজম ডেভিড-সহ বিএসটিআই এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।