মাগুরায় প্রতিবেশী যুবক ও চাচাতো ভাই মিলে প্রতিবন্ধীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
জেলা প্রতিনিধি, মাগুরা : মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার আগেরদিন এবার মাগুরাতেই এক প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মার্চ) দুপুরে মাগুরা সদর উপজেলার একটি গ্রামের পাটখেতে ওই কিশোরীকে দুই যুবক ধর্ষণ করেছেন বলে অভিযোগে বলা হয়।শনিবার (১৭ মে) মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেয়েটির মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন।
কিশোরীর পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী কানে শোনে না, কথাও বলতে পারে না।মানসিক ভারসাম্যহীন হওয়ায় কিশোরীকে প্রায়ই বাড়িতে বেঁধে রাখা হতো। গত শুক্রবার দুপুরে তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির কাছেই একটি পাটক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়।উদ্ধারের পর মেয়েটির মা বুঝতে পারেন তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে।
পরিবারের সদস্যরা বলছেন, যে দুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তাঁদের একজন মেয়েটির চাচাতো ভাই শাওন এবং অন্যজন প্রতিবেশী টিপু নামের আরেক যুবক।
রোববার ধর্ষণের শিকার কিশোরীকে হাসপাতালে ভর্তির পর বিষয়টি জানাজানি হয়। পরে রাতে এ ঘটনার বিচার চেয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা। এমন এক সময়ে এ ঘটনা, যখন শনিবার (১৭ মার্চ) মাগুরায় আলোচিত শিশুধর্ষণ ও হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ভুক্তভোগী মেয়েটির বাবা বলেন, আমার মেয়ে প্রতিবন্ধী, তার সাথে এমন করছে। আমার আপন ভাইয়ের ছেলেও যতই হোক আমি এর বিচার ও এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী বলেন,মামলার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আসামিদের একজন ইতোমধ্যে আদালতে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।সেখানে বলেছে দুজন মিলে মেয়েটিকে ধর্ষণ করা হয়।