সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে চোরাইকৃত ৬টি গরুসহ ১জন গ্রেফতার।
ইমরান আহমেদ:- কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ৬টি গরু উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানের তত্ত্বাবধানে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এবিষয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ- ১৫/০৫/২০২৫ ইং ধারা- ৩৭৯ পেনাল কোড অনুযায়ী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কাশিমপুর গ্রামের মৃত কাসেম আলীর ছেলে শাহজাহান মিয়াকে (৩০) এয়ারফোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আসামি শাহজাহান মিয়াকে গ্রেফতারের পর তারই হেফাজত থেকে চোরাইকৃত ৬টি গরু উদ্ধার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, শাহজাহান মিয়াকে গ্রেফতার এবং ৬টি চোরাইকৃত গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন,“অপরাধ দমনে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর। চুরি, ডাকাতি, মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”