ঝিনাইদহে ঈদ-উল-আযহার প্রধান জামায়াত সকাল ৭ টায় নির্ধারিত
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
যথাযোগ্য মর্যাদায় ঈদ-উল-আযহা উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,জেলা তথ্য অফিসার,উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন, ঝিনাইদহ বাস মালিক সমিতির সভাপতি এবং কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ।
প্রধান অতিথি বলেন এবারের ঈদ-উল-আযহা যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভির্যের সাথে উদযাপিত হবে। এ কারনে আইশৃংলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেয়া হবে। কোন অবস্থাতেই যেন যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি আদায় করা না হয় যে জন্য বেশ কয়েকটি স্থানে মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত কাজ করবে। মহাসড়কের উপরে যেনো হাটবাজার না বসে তা তদারকী করা হবে। তিনি কোরবানির চামড়া সংরক্ষণ, বর্জ ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান। সভায় ঝিনাইদহ ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ-উল আযহার নামাজ সকাল ৭ ঘটিকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। তবে আবহাওয়া অনুকুলে না থাকলে এই নামাজ পুরাতন ডিসি কোর্ট মসজিদে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গ্রহন করা হয়।