খুলনার বটিয়াঘাটার মেধাবী কন্যা পুষ্পিতা মন্ডল কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস বিভাগের আয়োজনে গত ১৪ মে বুধবার জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর কবিতা আবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় সদর দপ্তরের শামস্ হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ হাইওয়ে পুলিশের সহকারি ডিআইজি ও বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির প্রোগ্রাম কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির (সংগঠন, গবেষণা ও মূল্যায়ন) সদস্য ড.খ,ম কবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির সদস্য মেহনাজ খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বাংলাদেশ স্কাউটসের সদস্যবৃন্দ। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা হেডঃ পাইঃ মাঃ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পুষ্পিতা মন্ডল। ইতিপূর্বে পুষ্পিতা মন্ডল উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে চেম্পিয়ান হয়ে জাতীয় পর্যায়ে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তার সাফল্যের পিছনে পিতা-মাতা, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, স্কাউটস শিক্ষক ও উপজেলা প্রশাসনের অবদান রয়েছে বলে পুষ্পিতা মন্ডল জানায়। সে বাটিয়াঘাটা থানা মডেল সঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মায়া মন্ডলের কন্যা। অন্যদিকে তার এই সাফল্য শুধু বটিয়াঘাটা উপজেলা নয় সারা বাংলাদেশের সাফল্য বলে জানিয়েছে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। তিনি পুষ্পিতা মন্ডলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।