ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ১৩ মে ২০২৫ তারিখ রাতে কেডিএ এপ্রোস রোড এলাকা থেকে মাদক কারবারি ১) শাহনেওয়াজ সাগর @ সাগর হাওলাদার @ লগো সাগর (২৯), পিতা-শাহ আলম হাওলাদার @ দুলাল, সাং-কৃষ্ণনগর, থানা-লবণচরা এবং ২) লিজা সুলতানা (২৪), পিতা-হারেস শেখ, সাং-খোনা, থানা-দাকোপ, জেলা-খুলনাদ্বয়কে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়লব্ধ ৩৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।