আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ;
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
জনগণের প্রত্যাশা পূরণে খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন উদ্যোগঃ
জনগণ ও পুলিশের পারস্পরিক প্রত্যাশা পূরণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে গিয়ে পুলিশের প্রতি তাদের প্রত্যাশার কথা শোনার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশের আয়োজন করা হচ্ছে।
আজ ১৩ মে ২০২৫ তারিখ বিকালে সোনাডাঙ্গা মডেল থানাধীন শেখ হাফিজুর রহমান ঈদগাহ ও নুরানী জামে মসজিদ প্রাঙ্গণে হরিজন কলোনীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মতবিনিময়কালে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি জনগণের প্রত্যাশার পাশাপাশি নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। উপস্থিত মানুষের প্রত্যাশা শ্রবণ করে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি জনগণকেও আইন মান্যতাসহ পুলিশের আইনী কার্যক্রমে সর্বাত্মক সহায়তা কামনা করা হয়। সমাবেশে উপস্থিত জনতার মধ্য থেকে কয়েকজন তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আবু তারেক; সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনর্চাজ জনাব মোঃ শফিকুল ইসলাম-সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।