মতলব দক্ষিণে ভেজাল ওষুধ বিক্রির সন্দেহের অভিযোগে ১জন গ্রেফতার

মোঃ খোরশেদ আলম: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর এলাকা থেকে ভেজাল ওষুধ সন্দোহে বিক্রি চক্রের সক্রিয় সদস্য ১জনকে গ্রেফতার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গ্রেফতাকৃত ব্যাক্ত হলেন – শ্রী রাজু চন্দ্র দাস (২৮)।

মঙ্গলবার (১৩ মে ২০২৫ ইং) বিকাল ৩টায় উপজেলার নারায়নপুর বাজার এলাকায় ফারিযা নামক ঔষধ সংগঠনের একাধিক সদস্য এ অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাথে ধরে মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট তুলে দেন। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের প্যাকেট জাত ভেজাল ওষুধ বাক্স চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়।

নারায়নপুর বাজার বিশিষ্ট ঔষধ বিক্রেতা ও বারাকাত মেডিকেল হল স্বত্বাধিকারী মোহম্মদ আলী তালুকদার বলেন, নারায়নপুর বাজার এধরনের ঔষধ বিক্রি নিয়ম বহির্ভুত। এখানে নিবন্ধিত অনেক ঔষধ কম্পানীর রিপ্রেজেন্টটেটিভ রয়েছে।
নারায়নপুর বাজার বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী শরিফুজ্জামান বলেন~আটকৃত ব্যাক্তির ঔষধ বিক্রির বৈধ কোনো নিয়ম নেই তার।
বাজারের হাজী ফার্মা স্বত্বাধিকারী মতিন হাজী বলেন~রাজুর মালিকও বলতে পারবেনা মিটফোটের ঔষধ কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর। সে কম্পানির রেট থেকেও কম মূল্যে ঔষধ বিক্রি করে কি করে।
ঔষধ কম্পানি সংগঠন ” ফারিয়ার ” সদস্য বিল্লাল,সেতু মিয়া,রিয়াদ বলেন~রাজু চন্দ্রের মতো ঔষধ বিক্রেতা কম দামে যেহেতু এ বাজারে বিভিন্ন দোকানে ঔষধ দিয়ে য়ায় এতে তার ঔষধগুলো ভেজাল মনে হয়। তার কাছে ঔষধ বিক্রির লাইসেন্স দেখাতে চাইলে সে অস্বীকৃতি জানান।
ফারিয়ার একাধিক সদস্য বলেন যেহেতু রাজু নামের ব্যাক্তি ইনবক্স ছাড়া ঔষধ এ বাজারে বিক্রি করে অতএব সে নিয়মের প্রতি অশ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমাদের একান্ত কাম্য।

আটককৃত রাজু চন্দ্র দাস বলেন~~ আমার মালিক ঢাকার মিটফোর্ট ঔষধ মার্কেট থেকে বিভিন্ন ব্রান্ডের কম্পানীর ঔষধ ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করার জন্য আমাকে পাঠান আমি তার একজন বিক্রয় প্রতিনিধি। এ সময়ে তার সাথে সহযোগী হিসেবে গাড়ীর ড্রাইভার ছিলো। রাজু আরও বলেন আমার সাথে যা কিছু ছিলো সকল মালামাল ও নগদ টাকা আমার হেফাজতে আছে।
মতলব দক্ষিণ থানা এস আই সজীব বলেন ট্রিপল নাম্বার ফোন পেয়ে ঘটনাস্থল থেকে রাজুর মালামাল সহ থানায় নিয়ে আসি।

ক্যাপশনঃ নারায়নপুর বাজারে জব্দ করা ভেজাল সন্দেহ ওষুধসহ আটককৃত ব্যাক্তি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *