খুলনার দাকোপে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মামলা: আটক ২

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার দাকোপে খাল ইজারা এবং ছাত্র দলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় ৩১ জন নেতা কর্মি ও অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে আসামী করে মামলা হয়েছে। এ ঘটনায় বদিয়ার ও সাঈদ নামে বিএনপির দুই নেতাকে আটক করা হয়েছে। সোমবার থানা পুলিশের এস আই নূর ইসলাম বাদি হয়ে মামলাটি করেন যার নম্বর ৫।
সূত্রে জানা গেছে, ঘটনার দিন সোমবার সকালে উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসে বাজুয়ার ডাকাতিয়া ও খলিশা খালের ইজারাকে কেন্দ্র করে চালনা পৌর সভা বিএনপির আহবায়ক মোজাফ্ফার হোসেন ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আইয়ুব কাজী গ্রুপের সাথে বাক বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে বিকাল সাড়ে ৫ টার দিকে বিএনপি অফিসের সামনে চালনা ডাক বাংলো মোড়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আইয়ুব কাজী গ্রুপের ইব্রাহীম বিশ^াস, সোহেল সরদার এবং মোজাফ্ফর গ্রুপের বাচ্চু ফকির, মিজানুর রহমান, মাহাবুর শেখ, রতন রায়, বাসার আহত হয়। আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া থানা পুলিশের তিন সদস্য আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত এ এস আই আজাহার উদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরে ঢাকায় পাঠানো হয়েছে। অপর এস আই মনোহর তালুকদার ও কনস্টেবল শুভ চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আইয়ুব কাজী জানান, বাজুয়া বিল ডাকাতিয়া ও খলিশা খালের ইজারাকে কেন্দ্র করে মিজান, নিয়ামত, মাজেদুল মোজাফ্ফরের সামনে বাপ্পি কাজীকে মারপিট করে এবং আমার সাথে চরম খারাপ ব্যবহার করে। পরবর্তীতে খোরশেদ মেম্বরের নেতৃত্বে ৩০/৪০ জন মিলে ইব্রাহীম বিশ্বাস ও সোহেল সরদারের উপর হামলা চালিয়ে আহত করে।
চালনা পৌর সভা বিএনপির আহবায়ক মোজাফ্ফার হোসেন জানান, চালনা এম এম কলেজ, চালনা কলেজ, চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা ও বাজুয়া এসএন কলেজ ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে ওই পক্ষের প্রার্থিরা ভোটে পরাজিত হয়। পরবর্তীতে তারা আমাদের বিজয়ী নেতাদের মারপিট করে। এর আগে খাল ইজারাকে কেন্দ্র করে আইযুব কাজীর নেতৃত্বে বিএনপি অফিসে সিনিয়র নেতাদের সামনে মিজান ও মাহাবুরকে মারপিট করে।
এ বিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের সময় পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়। এর মধ্যে গুরুতর আহত এ এস আই আজাহার উদ্দিনকে উন্নত চিকিৎনার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর দুইজনকে আটক কোর্ট হাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *