জামালপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি নাজমুস সাকিব। রবিবার রাতে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের বাট্টাজোর পূর্বপাড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০)কে গ্রেফতার করে ডিবি’র একটি টিম। গ্রেফতার আব্দুল আলী ওরফে আব্দুল গুরু বাট্টাজোর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মৃত মাতবর আলীর ছেলে।
জামালপুর গোয়েন্দা শাখা (ডিবি)-১ ওসি নাজমুস সাকিব জানান, ডিবি পুলিশের একটি দল রবিবার রাতে বাট্টাজোর পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পূর্বপাড়ার সুবেদা বেগমের বসতবাড়ি থেকে গাঁজা উদ্ধার ও ব্যবসায়ী মোঃ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০)কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।