খুলনাস্থ “হজ” ট্রাভেল এজেন্সিগুলোর সাথে কেএমপি কমিশনারের মতবিনিময়ঃ

বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [11 MAY 2025]
বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদিআরব গমন করে। হজের যাবতীয় কার্যক্রম সম্পন্নকরণে ট্রাভেল এজেন্সিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কখনো কখনো এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রত্যাশিত সেবা প্রদান না করার অভিযোগ পাওয়া যায়।

আসন্ন হজের মৌসুমে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গমনকারী ধর্মপ্রাণ মুসলমানরা যেন ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সুন্দরভাবে হজ প্রতিপালন করতে পারে এ লক্ষে নগরীর ১৭ টা হজ ট্রাভেল এজেন্সির সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

উন্মুক্ত আলোচনায় এজেন্সির প্রতিনিধিগণ সৌদিআরবে তাদের অনিচ্ছাকৃত নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। হজ যাত্রীরাও যেন কোন প্রকার প্রতারণার স্বীকার না হন, সেজন্য পুলিশ কমিশনার সকলকে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি যেকোন প্রয়োজনে খুলনা মেট্রোপলিটন পুলিশ পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণসহ হজ ট্রাভেল এজেন্সির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *