বটিয়াঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক বিবৃতি
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল হামিদ এর ভাই “আব্দুস সবুর” ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১১/০৫/২৫ রবিবার সন্ধ্যা ৬:২৮ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রেইন স্টোক করে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার মৃত্যুতে বটিয়াঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে এক গভীর শোক বিবৃতি জানানো হয়। বিবৃতি দাতারা হলেন, আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব আল আমিন গোলদার, সাবেক সভাপতি এনায়েত আলী বিশ্বাস, কবির আহমেদ খান,যুগ্ম-আহবায়ক আব্দুর রব, তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী, সদস্য অমলেন্দু বিশ্বাস, বিপ্রদাস রায়, ইমরান হোসেন, রতন কুমার সাহা, ইমরান হোসেন সুমন, আসাদুজ্জামান উজ্জল, মোহাব্বাত আলী খান, আলমগীর হোসেন, সেখ রাসেল, মনিরুল ইসলাম, আলমগীর, অরূপ জদ্দার, মিজানুর রহমান, বজলুর রহমান, মোঃ বিপ্লব, শাহরিয়ার হোসেন সহ প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মৃত্যের রুহের মাগফিরাত কামনা করেন।