সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে সান্তাহার ইউপির ‘দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাব’ এই আয়োজন করে। সান্তাহার ইউপির সাবেক সদস্য মারুফ-উল হাসান খান শিপলুর সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী তরিকুল ইসলাম জেন্টুর সঞ্চালনায় পুরস্কার বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের রুবেল, শহিদুল, আসাদুল, ভুট্টু খান, মোফাজ্জল খান, নাহিদুল, রিপন প্রমূখ। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *