প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার
নারায়নগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের মাদানীনগরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দশতলা এলাকা থেকে ইয়াবাসহ আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় মো. জিলানী (২৫) ও মো. হৃদয় (২০) নামে দুই মাদক কারবারির কাছে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা পায় র্যাব-১১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক মোঃ শামসুর রহমান।
গ্রেফতারকৃত আসামি মো. জিলানি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মোঃ চারু মিয়ার ছেলে ও মো. হৃদয় একই এলাকার আক্তার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে ঐ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।