চিন্তা ক‌রো না মা, হা‌সিনার পতন হ‌বেই!! গানশিপের গুলি গলায় বিদ্ধ হয়ে প্রান হারান ই‌ঞ্জি‌নিয়ার রা‌কি‌বু‌ল

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –

১৯ জুলাই শুক্রবার রাত প্রায় ১১টা বে‌জে ৪৫ মি‌নিট। ফো‌নের অপর প্রান্ত ঢাকা থে‌কে রা‌কিবু‌লের অ‌ফি‌সের এক সহকর্মী জানা‌লেন ই‌ঞ্জি‌নিয়ার রা‌কিবুল পু‌লি‌শের গু‌লি‌তে নিহত হ‌য়ে‌ছেন। মি‌নিট ক‌য়ে‌কের ম‌ধ্যেই তাঁরা ইঞ্জি‌নিয়ার রা‌কিবু‌লের মর‌দেহ নি‌য়ে গ্রা‌মের বা‌ড়ি ঝিনাইদ‌হে রওনা হ‌বেন। হুহু করে অশ্রুসজল নয়‌নে দৈনিক সংগ্রামকে কথাগু‌লো বল‌ছি‌লেন বৈষম্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নে শহীদ ঝিনাইদ‌হের কৃ‌তি সন্তান ই‌ঞ্জি‌নিয়ার রা‌কিবুল হো‌সে‌নের বৃদ্ধ পিতা বিমান বা‌হিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সি‌দ্দিক।

২০১১ সালে এসএসসি পাস করা শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল হো‌সেন উচ্চ মাধ্যমিক পাস করার পর মিরপুরে অব‌স্থিত বাংলা‌দেশ সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সং‌ক্ষে‌পে এমআইএসটিতে ভর্তি হন। মিরপু‌রের ভাড়া বাসায় একাই বসবাস কর‌তেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিকে সমর্থন দিয়ে প্রথম থেকেই রাজপথে ছিলেন সাধারণ ছাত্রছাত্রীদের সাথে। আন্দোলনের ব্যস্ততায় ক্যান্সার আক্রান্ত মা হাফিজা বেগমের সাথে ঠিকমত কথা বলতেন না মোবাইলে। ঘটনার দিন ১৯ জুলাই ইঞ্জিনিয়ার রাকিবুল সারাদিন আ‌ন্দোল‌নে উত্তাল মিরপুর ১০ ও ১১ নম্বর সেক্টরে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে রাজপথে ছিলেন।

মিরপুর ১০ গোলচত্ব‌রে রাত সা‌ড়ে নয়টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে অন্য একজনের সাথে কথা বল‌ছি‌লেন তি‌নি। এ সময় হঠাৎ করে হেলিকপ্টার গান‌শিপ থে‌কে ছোঁড়া একটি তপ্ত বুলেট এসে বিদ্ধ হয় শহীদ রাকিবুলের গলায়। সাথে সাথে তিনি লুটি‌য়ে পড়েন রাস্তায়। প‌রে তা‌কে পথচারীরা মিরপুর আজমল হাতপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষনা ক‌রেন।

২৯ বৎসর বয়সী প‌রিবা‌রের ছোট ছে‌লে রা‌কিবু‌লের বি‌য়ের জন্য পাত্রী সন্ধান কর‌ছি‌লেন পিতামাতা। ক্যান্সার চি‌কিৎসার জন্য ১৯ জুলাই শুক্রবার দুপু‌রে স্ত্রী‌কে নি‌য়ে ভার‌তে যাবার কথা ছি‌লো আবুবকর দম্প‌তির। কিন্তু সে‌দিন থে‌কে শুরু হয় ফ্যা‌সিষ্ট হা‌সিনা সরকা‌রের কার্ফ্যু। বৈষম্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের ডাক দেয়া‌ “কম‌প্লিট শাট ডাউন” সফল কর‌তে সকাল ১০ টার দি‌কে আ‌ন্দোল‌নে ঝা‌পি‌য়ে প‌ড়েন ই‌ঞ্জি‌নিয়ার রা‌কিবুল।

প্রায় ১০ কার্টুন পা‌নি কি‌নে রাস্তায় শিক্ষার্থী‌দের মা‌ঝে বিতরন ক‌রেন। জুম্মার নামা‌জের পর থে‌কেই মিরপু‌রের রাজপথ অ‌গ্নিগর্ভ হ‌য়ে উ‌ঠে। রাস্তায় শত শত পু‌লিশ ম‌রিয়া হ‌য়ে ছাত্র‌দের বু‌কে গু‌লি চালায়‌ ফ্যা‌সিষ্ট হা‌সিনার গ‌দি রক্ষার জন্য। চা‌রি‌দি‌কে শুধু লাশ আর লাশ। এভা‌বে দিন গ‌ড়ি‌য়ে বি‌কেল-সন্ধ্যা গ‌ড়ি‌য়ে যায়। তবু রাজপ‌থের দখল ছা‌ড়ে‌নি বৈষম্য‌বি‌রোধী দামাল ছে‌লেরা। রাত সাড়ে আটটার দি‌কে অসুস্থ মা‌য়ের সা‌থে রা‌কিবু‌লের শেষ কথা হয়।

তি‌নি তাঁর মা‌কে ব‌লেছি‌লেন, চিন্তা ক‌রো না মা, হা‌সিনার পতন হ‌বেই। ছাত্র‌দের সা‌থে সাধারন মানুষও রাস্তায় নে‌মে‌ছে। অত্যাচারী জা‌লিম‌কে তার কোন ভিন‌দেশী প্রভুই রক্ষা কর‌তে পার‌বে না।

রা‌কিবু‌লের বৃদ্ধ পিতা আবুবকর সি‌দ্দিক জানান, ছাত্র আ‌ন্দোলন দমন কর‌তে স্বৈরাচার হে‌লিকপ্টার থে‌কে গু‌লি চা‌লি‌য়ে‌ছে ছাত্র‌দের বু‌কে। হে‌লিকপ্টার গানশি‌পের গু‌লি‌তে তার ছে‌লে মারা গে‌লেও লা‌শের কোন ময়না তদন্ত হয়‌নি।

২০ জুলাই ভো‌রে লাশ ঝিনাইদহ শহ‌রের ম‌হিষাকুন্ডু গ্রা‌মের বা‌ড়ি‌তে পৌছা‌নোর পর অ‌নেকটা ত‌ড়িঘ‌ড়ি ক‌রে কার্ফ্যুর কার‌নে লাশ দাফ‌নের জন্য হ‌রিনাকুন্ডু উপ‌জেলার বাসু‌দেবপুর পা‌রিবা‌রিক কবরস্থানে ‌নি‌য়ে যাওয়া হয়। তি‌নি আ‌রো জানান, রা‌কিবু‌লের হত্যার ঘটনায় ৯৮ জন‌কে আসামী ক‌রে মামলা করা হ‌য়ে‌ছে। কিন্তু বিচার আ‌দৌ হ‌বে কিনা তা নি‌য়ে উনারা উ‌দ্বিগ্ন। রা‌কিবু‌লের মা হা‌ফিজা বেগম ছে‌লে হত্যার বিচার পা‌বেন না ব‌লে আশংকা প্রকাশ ক‌রে ব‌লেন, গত ৪ ডি‌সেম্বর আদালত শহীদ রা‌কিবু‌লের লাশ কবর থে‌কে উ‌ত্তোলন ক‌রে ময়নাতদন্ত করার জন্য আ‌দেশ দি‌য়ে‌ছে।

কিন্তু আমারা শেষ পর্যন্ত বিচার পা‌বো না এমন আশংকা থে‌কেই সন্তা‌নের লাশ কাটা ছেঁড়া কর‌তে রা‌জি নই। ‌তি‌নি দাবী ক‌রেন জুলাই শহীদ‌দের হত্যার বিচার কর‌তে হ‌লে রাজ‌নৈ‌তিক দলসহ বর্তমান অন্তবর্তীকালীন সরকারের স্ব‌দিচ্ছা থাক‌তে হ‌বে। অন্যথায় তার সন্তানসহ হাজা‌রো শহীদের জুলাই বিপ্ল‌বের চেতনা ম্লান হ‌য়ে যা‌বে।

অপর‌দি‌কে ঝিনাইদহ জেলা বৈষম্য‌বি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের জেলা যুগ্ম আহবায়ক আ‌নিচুর রহমান জা‌নি‌য়ে‌ছেন, নিহত রা‌কিবু‌লের প‌রিবা‌রের সার্বক্ষ‌নিক খোঁজখবর রাখা হ‌চ্ছে।

ই‌তিম‌ধ্যে জুলাই স্মৃ‌তি ফাউ‌ন্ডেশ‌নের পক্ষ থে‌কে ৫ লাখ, ‌জেলা প্রশাসনের পক্ষ থে‌কে ৫০ হাজার, কেন্দ্রীয় বিএন‌পির পক্ষ থে‌কে ৫০ হাজার ও কেন্দ্রীয় জামায়াত ইসলামীর পক্ষ থে‌কে ১ লাখ মোট ৭ লাখ টাকা রা‌কিবু‌লের বৃদ্ধ বা‌বা মাকে প্রদান করা হ‌য়ে‌ছে।

সাইফুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *