বগুড়ার রাজা বাজার গুদামে নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ লাখ জরিমানা

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার রাজা বাজার এলাকার পাঁচটি গুদামে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত বৃহস্পতিবার দিনভর রাজা বাজার রওশন মার্কেটের গুদামে তল্লাশি অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ টিম। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। প্রসিকিউটর ছিলেন পরিবেশ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ, বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা পুলিশের সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, অভিযানে সৌরভ ট্রেডার্স, আবু বক্কর ট্রেডার্স, সততা স্টোর, মিল্টন এন্টারপ্রাইজ ও সাত্তার স্টোর নামের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ (সংশোধিত ২০১০) ৬ (ক) ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশবিরোধী কর্মকান্ড ঠেকাতে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *