দ্রুত নির্বাচন দিয়ে ড. ইউনুসকে সরে যাওয়া উচিত, ডা. সৈয়দ নূরুল ইসলাম।

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
দ্রুত সংস্কার করে নির্বাচন না দিলে জাতি সংকটে পড়বে। দ্রুত নির্বাচন দিয়ে ড. ইউনুসকে সরে যাওয়া উচিত। তা না হলে জাতি রাজনৈতিক সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নূরুল ইসলাম। শুক্রবার বিকালে ঢাকার নবাবগঞ্জের খানেপুর বাজারে দলীয় কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নুরুল ইসলাম বলেন, দেশের মানুষ আজ বড় কঠিন সময় পার করছে। মানুষের চাওয়া ও মনের ভাষা না বুঝলে সে সরকার জনগণের কল্যাণ করতে পারে না। তাই জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেটা অবশ্যই অরাজনৈতিক। সময়ের প্রয়োজনে সেদিন সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে এ সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছে। তারা আজ রাজনৈতিক দলগুলোর কোনো মতামত না নিয়েই দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে করিডর অনুমোদন দেওয়ার পায়তারা করছে। কর্মী সমাবেশে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে সেভ এক্সিট দিয়ে চুনোপুঁটিদের ওপর শাস্তি চাপিয়ে দেয়া হচ্ছে। এটাও এক ধরনের বৈষম্য। এ বিষয়ে আরও গভীরে হাঁটতে হবে। খুনি হাসিনার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে দেশের ভেতরে বাহিরে নানা নাটক মঞ্চায়িত করা হচ্ছে। এসব বিষয়ে সব দলকে ঐকমত্য হয়ে সর্তকতা অবলম্বন করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বিলম্বিত করতে একটি অপশক্তি পায়তারা করছে। ড. ইউনুস আপনি সম্মানিত মানুষ। সেই সম্মান রক্ষা করেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে বিদায় নিন। সৈয়দ নুরুল ইসলাম বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে হামলা ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত বহন করছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সে প্রভাব এড়াতে আগে থেকেই বিচক্ষণতার পরিচয় দিয়ে সাবধান থাকতে হবে। আগামী দিনে দলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সব সংকট মোকাবেলায় কাজ করার আহ্বান জানান তিনি। নয়নশ্রী ইউনিয়ন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক মো. বাদল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য সুরাইফুল ইসলাম মাহফুজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুব রহমান, নূর উদ্দিন ঢালী, ডা. সিদ্দিকুর রহমান মোল্লা, শেখ মাইনুদ্দিন, কামরুল হাসান, নকুল চন্দ্র মণ্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *