আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ চার মাদক কারবারি গ্রেফতার

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকার শুক্রবার (৯ মে) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার মুরইল বাজারে মাদক কেনা বেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাঈম মন্ডলের বসতবাড়ীতে তল্লাসী চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মুরইল বাজার এলাকার লয়েজ মন্ডলের ছেলে নাঈম মন্ডল (২৫), লক্ষীপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আরিফ সরদার ওরফে রাব্বি (১৯), মুরইল পূর্বপাড়া এলাকার একরাম হোসেনের ছেলে রুবেল হোসেন (২৯) এবং মুরইল তালুকপাড়া এলাকার জছির মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের গতকাল শুক্রবার মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *