তিব্র সমোলচনার মুখে তেরখাদায় ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা

তেরখাদা প্রতিনিধি:
গত বৃহস্পতিবার রূপসা কলেজে সরকারি নর্থ খুলনা কলেজ ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন ছাত্রলীগ নেতা মোঃ ইশান মোল্যা। জানা গেছে সরকারি নর্থ খুলনা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তানভীর মোল্যা ও মোঃ ইশান মোল্যা ১৮ ভোটের মধ্যে সভাপতি পদে প্রত্যেকে নয় ভোট পেয়ে দু’জনই সমান সমান হন। অথচ রহস্যজনক কারণে পুনঃ ভোট না দিয়ে ছাত্রলীগ নেতা ঈশান মোল্যাকে সভাপতি ঘোষণা দেওয়া হয়। এরপরই কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এ নিয়ে তানভীর মোল্যার সমর্থকরা হৈ চৈ শুরু করে। বিকেলে বিক্ষুব্ধ ছাত্ররা কলেজ গেট ভাঙচুর করে। এক পর্যায়ে ভোটাররা উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ভাবে পুনঃনির্বাচনের মাধ্যমে সরকারি নর্থ খুলনা কলেজ ছাত্রদলের কমিটি গঠনের দাবি জানান।

একটি সূত্রে জানা গেছে ইশান মোল­¬া ছাত্রলীগের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন এবং তার সাথে ছাত্রলীগ নেতা-কর্মীসহ বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি এখন ‘টক অব দ্যা’ উপজেলায় পরিণত হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কিভাবে ছাত্রদলের কমিটিতে এ প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়া ছবি ও তথ্য নিয়ে বিএনপি নেতা-কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এবং সহযোগী সংগঠনে নেতা-কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইয়ামিন বলেন, তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন কলেজ ছাত্রদলের আহŸায়ক নির্বাচিত হয়েছে ছাত্রলীগ নেতা। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপি’র এক নেতা বলেন এ ঘটনায় দলীয় ভাবম‚র্তি খানিকটা ক্ষুণœ হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *