দায়িত্বে অবহেলা : এক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, সাময়িক বরখাস্ত ২

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন বিভাগের দায়িত্বরত ৩ পুলিশ কর্মকর্তার মধ্যে একজনকে প্রত্যাহার এবং দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাতে পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তাহসিনা আরিফ। সাময়িক বরখাস্ত হওয়া দুজন হলেন- এসআই মো. আজহারুল ইসলাম ও এটিএসআই মো. সোলায়মান।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং মো. আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দেশত্যাগ করেন আবদুল হামিদ। সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হয়েছে বলে ঘটনার পর জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। এ মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয়। তবে সেসব কোনো মামলাতেই আবদুল হামিদকে আসামি করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *