গ্রেনেড বাবুর সহযোগীসহ আটক ৩, অস্ত্র উদ্ধার

সেখ রাসল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৯ টার দিকে তাদের বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকা থেকে অস্ত্রসহ আটক করেছে। আটক হয়েছে গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিব।

অভিযানে নেতৃত্বদানকারী সেনাবাহিনীর মেজর দেবাশীষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজার থেকে একটু ভিতরে নির্জন জায়গায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এ সময় পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিবকে আটক করে।

এ সময়ে তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি ওয়ানশুটার গান, ১৭ বোতল বিদেশী মদ, দেড় কেজি গান পাউডার, রাম দা, চাপাতিসহ অনেকগুলো দেশীয় অস্ত্র, দুটি মোটরসাইকেল এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি জানান, তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। তাদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর এবং মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *