৩০ কেজি গাঁজাসহ আটক ২ নারী
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে ৩০ কেজি গাঁজা ও ১টি সিএনজিচালিত অটোরিকশাসহ ২ নারীকে আটক করেছে র্যাব-১৪। মঙ্গলবার (৬ মে) দুপুরে শহরের পাটগুদাম ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়। এ সময় ২ তরুণ দৌড়ে পালিয়ে যান। আটকরা হলেন গাজীপুরের মাওনার কেওয়াকুন্ডু গ্রামের বাসিন্দা রোকেয়ার খাতুন (৫৫) ও বরিশালের বাকেরগঞ্জে উপজেলার কাজলাকাটি গ্রামের খাদিজা আক্তার সাথী (২৫)। সিপিএসসি র্যাব-১৪ ময়মনসিংহের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, হবিগঞ্জ থেকে কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ময়মনসিংহ হয়ে গাজীপুর যাবেন। তাই আজ সকাল থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-নেত্রকোনাসহ বিভিন্ন সড়কের অবস্থান নেয় র্যাব-১৪-এর কয়েকটি দল। পরে জানা যায়, ওই মাদক কারবারিরা নেত্রকোনার মোহনগঞ্জে অবস্থান করছে।
সেখানেও মাদকের চালান নিয়ে গেছে তারা। পরে তথ্য পাওয়া যায়, ওই কারবারিরা কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহ হয়ে গাজীপুরের শ্রীপুরে যাবে। এ অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে সন্দেহভাজন দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশাকে আটক করা হয়। ওই সময় অটোরিকশায় ছিলেন ২ তরুণ ও ২ নারী। তাদেরকে তল্লাশি করার সময় তরুণরা দৌড়ে পালিয়ে গেলেও ওই ২ নারী আটক হন। তারা হলেন গাজীপুরের মাওনার কেওয়াকুন্ডু গ্রামের বাসিন্দা রোকেয়ার খাতুন (৫৫) ও বরিশালের বাকেরগঞ্জে উপজেলার কাজলাকাটি গ্রামের খাদিজা আক্তার সাথী (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম প্রায় ৬ লাখ টাকা। পরে মাদক নিয়ন্ত্রক আইনে মামলা দিয়ে আটকদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।