বাগাতিপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষিকার সাইবার ট্রাইব্যুনালে মানহানির অভিযোগ: নিবন্ধনবিহীন “CHANNEL A NEWS” সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি,
নাটোরের বাগাতীপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোছা: আনোয়ারা খাতুন সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর অধীনে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে একটি মানহানির মামলা দায়ের করেছেন। মামলা নং ২৬/২০২৫, যেখানে তিনি অভিযোগ করেছেন যে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম (চ্যানেল এ নিউজ) “CHANNEL A NEWS” এর মাধ্যমে তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ এবং মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ২৬ এপ্রিল ২০২৫, দুপুর ৩টার দিকে নাটোর শহরের সিসিলি চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টে বসে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ সম্প্রচারের মাধ্যমে বাদীনির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অপমানজনক মন্তব্য করে। ভিডিওটিতে বাদীনিকে ও তার সন্তান আসফাক আহম্মেদকে “প্রতারক” বলে আখ্যায়িত করা হয় এবং তাঁর শিক্ষকতা জীবন ও ব্যক্তিগত সম্মানকে প্রশ্নবিদ্ধ করা হয়।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন: মোঃ রেজাউল করিম, মোঃ রাকিবুল ইসলাম, নিবন্ধনবিহীন (চ্যানেল এ নিউজ) “CHANNEL A NEWS “-এর প্রধান নির্বাহী এ.এস.এম আল-আফতাফ খান সুইট (অনিবন্ধিত), রিয়াজুল ইসলাম।
বাদী অভিযোগ করেন, এই ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ায় তিনি ও তাঁর পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন এবং চরম মানসিক যন্ত্রণার সম্মুখীন হচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ এবং তদন্ত চলমান রয়েছে, যা উপেক্ষা করে মিথ্যাচার ও হুমকির মাধ্যমে তাকে ও তার পরিবারকে বারবার হয়রানি করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ২৫(১)(ক) এবং ২৯ ধারার আওতায় মামলা গৃহীত হয়েছে। বাদী মামলার ন্যায় বিচার ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
প্রসঙ্গত: বাদী মোছা: আনোয়ারা খাতুন প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও সমাজসেবক। তিনি পূর্বে উপজেলার পাঁকা ইউনিয়নের মাকুপাড়ার জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *