দৈনিক জন্মভূমি পত্রিকার প্রধান সম্পাদক মনিরুল ইসলাম এর মৃত্যুতে খুলনার বটিয়াঘাটা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলন:
দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক খুলনা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, আইনজীবী, সিনিয়ার রোটারিয়ান মনিরুল ইসলাম ৮৮ বছর বয়সে শুক্রবার সকালে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বটিয়াঘাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ করেছে।
তার জন্ম ১৯৩৭ সালের ২৭ নভেম্বর এবং মৃত্যু ২০২৫ সালের ০২ মে। ব্যক্তিগত জীবনে তিনি ৩ কন্যা ও ১ পুত্রের জনক ছিলেন। ৭০ বছর সংবাদকর্মী হিসেবে সেবা দেওয়ার ক্ষেত্রে উদাহরণ একমাত্র তিনি। ০৩ তারিখ যোহর বাদ ধানমন্ডি তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশসহ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে খুলনার বটিয়াঘাটা প্রেসক্লাব। এসময় শোক ও সমবেদনা জ্ঞাপন করেন বটিয়াঘাটা প্রেক্লাবের আহবায়ক এ্যাড. সোহেল রানা (এপিপি), যুগ্নাআহবায়ক আব্দুর রব, তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী, সদস্য সচিব আলামিন গোলদার, সিনিয়র সাংবাদিক ও অধ্যাপক(অবঃ) এনায়েত আলি বিশ্বাস, নির্বাহী সদস্য অমলেন্দু বিশ্বাস, বিপ্রদাস রায়,সাংবাদিক ইমরান হোসেন, আসাদুজ্জামান উজ্জল, আলমগীর হোসেন, মোহব্বত আলী খান, শাহাবুদ্দিন দোলন, সেখ রাসেল (খুলনা ব্যুরো চিফ ও সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক), আলমগীর হোসেন, সহ প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিক বৃন্দ শোক বিবৃতি প্রদান করেন।
অনুরূপ শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সংবাদপত্র অপরাধ তথ্যচিত্রের মোঃ ফজলুল হক (প্রকাশক ও সম্পাদক)।