খুলনার বটিয়াঘাটায় আওয়ামী দোসরদের সহযোগিতায় পকেট কমিটি বাতিলের বিরুদ্ধে জেলা ও থানা বিএনপি বরাবর অভিযোগ।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটার ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন এর সাবেক ইউনিয়ন সভাপতি ও ইউপি সদস্য সেলিম রেজার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের নানা অভিযোগে জেলা ও থানা নেতৃবৃন্দের কাছে অভিযোগ। অভিযোগসূত্রে জানা যায় গত ১৬টি বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুশিবর রহমানের সাথে এই বিএনপি নেতার কঠিন সখ্যতা গড়ে ওঠে। এছাড়া ২০২১ সালে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী মুশিবুর রহমানের ও জেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিেয়েছেন। এছাড়া তৎকালীন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান ও জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের সাথে তার ছিল গভীর সম্পর্ক। একটি ছবিতে দেখা যায় আওয়ামীলীগ উক্ত নেতা শেখ হারুনুর রশিদকে এই বিএনপি নেতা মিষ্টিমুখ করাচ্ছেন। এসবের অভিযোগে গত ০৫/০৫/২০২২ তারিখে জেলা বিএনপি বরাবর একটি অভিযোগ দায়ের করা হলেও এই বিএনপি নেতা তাদের পকেট কমিটির একজন প্রভাশালী নেতা ছিলেন বলে কোন অভিযোগ আমলে নেইনি। ইউনিয়ন বিএনপি তৃণমূল নেতা কর্মীদের মধ্যে এসকল বিষয় নিয়ে নানা রকম প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, আবারও যদি ইউনিয়ন বিএনপি’র গুরুত্বপূর্ণ পদে এই সেলিম রেজাকে পদায়ন করা হয়। তাহলে আওয়ামী লীগের দোসররা আবারো এলাকায় মাথা ছাড়া দিয়ে উঠবে এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে। সার্বিক বিষয় নিয়ে ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়বক নাসির উদ্দিন, সংগঠনিক সম্পাদক ফোরকান সেখ,সহ-সভাপতি মনিরুল ইসলাম, স্বাক্ষরিত অভিযোগ পত্র জেলাও থানা বিএনপি বরাবর দাখিল করেন। সার্বিক বিষয় নিয়ে সহ সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঙ্গে ফোনে ঘটনা সত্যতা জানতে চাইলে উনারা বলেন সকল ঘটনার সাথে সেলিম রেজা জড়িত আছে।সহ-সভাপতি আরও বলেন ২০১৬ সালে আমার নামে একটি রাজনৈতিক মামলা হলে জামিন করিয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে অনেক টাকা গ্রহণ করে। অথচ জামিন করিয়ে দেয়নি। খুলনা জেলা বিএনপি’র বর্তমান নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে এমন আওয়ামী দোসরদের পদ পদবী না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।